খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বরিশালে যুবদলের দোয়া-মোনাজাত

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় বরিশালে বিশেষ দোয়া-মোনাজাত করেছে যুবদল। গতকাল শুক্রবার সকালে নগরীর সদর রোডের দলীয় কার্যালয়ে দোয়া-মোনাজাত শেষে নগরীর মুসলিম গোরস্থান মাদ্রাসায় এতিমদের মাঝে খাবার বিতরন করা হয়।
জেলা (দক্ষিন) যুবদল আয়োজিত দোয়া-মোনাজাত ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপি’র সদস্য সচিব মীর জাহিদুল কবির। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মামুন রেজা খানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা যুবদলের সাধারন সম্পাদক এএইচএম তছলিম উদ্দিন, সহ-সভাপতি সালাউদ্দিন নাহিদ, নুরুল আমিন কয়েস, সাংগঠনিক সম্পাদক হাফিজ আহমেদ বাবলু, যুগ্ম সম্পাদক আরিফুর রহমান রোমান, রফিকুল ইসলাম রুহুল, আশরাফুল ইসলাম মাহফুজ, আসলাম হোসেন বাচ্চু, মুফতি মাহমুদ মানিক ও হান্নানুর রহমান সুমন এবং কোতয়ালী যুবদল আহবায়ক তৌহিদুল ইসলাম উজ্জল ও সদস্য সচিব আলী হায়দার প্রমুখ।
দোয়া-মোনাজাত শেষে দলীয় কার্যালয়ে মাদ্রাসা ছাত্রদের মাঝে খাবার বিতরন করা হয়। পরে নগরীর মুসলিম গোরস্তান মাদ্রাসায় শতাধিক এতিম শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরন করেন জেলা যুবদল নেতৃবৃন্দ।